আলমডাঙ্গার রুইথনপুরে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধা নারীর আত্নহত্যা
আলমডাঙ্গার রুইথনপুর গলায় ফাঁস লাগিয়ে এক বৃদ্ধা মহিলা আত্নহত্যা করেছে। ৭ মে রবিবার দুপুর ২ টার দিকে নিজ ঘরে আড়ায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। এঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের দিনমজুর আঃ খালেকের স্ত্রী সকিনা খাতুন। সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলো। তাকে বিভিন্ন সময় ডাক্তারের নিকট চিকিৎসা করে আসছে। তবুও তার শারীরিক অবস্থার উন্নতি হয় না। মানসিক রোগে আক্রান্তের কারণে আত্নহত্যার চেস্টাও করে। গতকাল রবিবার দুপুরে খাবার খেয়ে সকিনা খাতুন ঘরে ঘুমাতে যায়। পরিবারের লোকজনের অনুপস্থিততে নিজ ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশ সকিনা খাতুনের লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। আত্নহত্যার ঘটনায় সকিনার স্বামী বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।