আলমডাঙ্গার হাউসপুর আধুনিক প্রযুক্তিতে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে ফিরোজা ক্লিনিক উদ্বোধন
আলমডাঙ্গার হাউসপুর আধুনিক প্রযুক্তিতে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে ফিরোজা ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। ১ মে সোমবার দুপুরে আলমডাঙ্গা-জামজামী ও আলমডাঙ্গা-সরোজগঞ্জ সড়কের সংযোগস্থলে ডা. নজরুল ইসলাম সার্বিক তত্বাবধানে নতুন আঙ্গিকে ফিরোজা ক্লিনিকের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠান ক্লিনিকের পরিচালক শ্রী তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আরকে হ্যাচারির সত্বাধিকারী মিজানুর রহমান, হাজী লাবলু রহমান লাবু, বাড়ি মালিক নিজাম মুন্সি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফিরোজা ক্লিনিকের পরিচালক ডা. নজরুল ইসলাম (এমবিবিএস, এফসিজিপি,(ফ্যামিলি মেডিসিন)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোশারেফ হোসেন, হায়দার আলী, লিংকন জোয়ার্দ্দার, পল্লি চিকিৎসক লাল্টুর রহমান, আশরাফুল ইসলাম, মামুন অর রশিদ, মোমিন, মারফুল, তিতাস, শরিফুল ইসলাম, সেলিম, ইমরান, বেল্টু, সবুজ, মিলন, আব্দুল গাফফার, ফজলুর রহমান প্রমুখ।