আলমডাঙ্গার ভাংবাড়ীয়া গ্রামে ২ সন্তানের জনকের হাতধরে ২ সন্তানের জননী উধাও
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া গ্রামের পরকীয়ার টানে ২ সন্তানের জনকের হাত ধরে ২ সন্তানের জননী উধাও হয়েছে। গত বুধবার রাতে তারা দুজন দুজনার হাতধওে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ২ সন্তানের জনক মুদি ব্যবসায়ী ও ২ সন্তানের জননী উধাও হওয়ায় ভাংবাড়ীয়া গ্রামে টক অফ দ্য টাউনে পরিনত হয়েছে।
এলাকাবাসী জানায়, ভাংবাড়ীয়া গ্রামের মৃত হায়দার ব্যাপারীর ছেলে ফরহাদ হোসেনের সাথে ৩০ বছর পূর্বে গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে পারভীনা খাতুনের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পরে তাদের কোল আলোকিত করে ২ সন্তান জন্ম দেয়। ১ম কন্যা ও পুত্র সন্তান জন্ম নেয়। এর মধ্যে বড় মেয়ের বিয়ে দিয়ে নাতিপুতিও হয়ে গেছে। এর মাঝে পারভীনার প্রতিবেশী মৃত হানেফ আলীর ছেলে ২ সন্তানের জনক মুদি ব্যাবসায়ী সাধু রহমানের সাথে মোবাইল ফোনে পরকীয়া শুরু করেন। তবে এবিষয়ে প্রতিবেশীরা কমবেশী জানতো।
এরই শুবাদে গত পরশু রাতে ২ সন্তানে জনক তার পরোকিয়া প্রেমিকা ২ সন্তানের জননীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পারি জমিয়েছে। তবে দুই পরিবারের বাড়িতে খোজ নিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের বাড়িতে গিয়ে না পেয়ে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।