আলমডাঙ্গায় পাখিভ্যানের চোরাই ব্যাটারিসহ ৩জন আটক
আলমডাঙ্গায় পাখিভ্যানের চোরাই ব্যাটারিসহ ৩জনকে আটক করেছে পুলিশ। ২৬ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৫টার সময় পশুহাট রোডস্থ বাবুল সাইকেল স্টোর ও পাখিভ্যান হাউজ নামক দোকানে চোরাই ব্যাটারি বিক্রয়কালে দুই চোরসহ ৩জনকে আটক করে। এসময় ওই দোকান থেকে ১১টি পাখিভ্যানের ব্যাটারি জব্দ করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর দক্ষিণপাড়ার মিন্টু আলীর ছেলে শাওন আলী (২০) এবং ডাউকি ইউনিয়নের বকসিপুর খালপাড়া আসাদুল খন্দকারের ছেলে রাসেল আহমেদ (২১) পাখিভ্যানের ব্যাটারি চুরি করে। ২৬ এপ্রিল ভোর সাড়ে ৫টার সময় আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট রোডস্থ বাবুল সাইকেল স্টোর ও পাখিভ্যান হাউজ নামক দোকানের মালিক কুমারি কারিগরপাড়ার মৃত সামসুদ্দীনের ছেলে বাবুল হোসেনের (৪৪) নিকট বিক্রয় করতে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সমীর চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পুলিশ অভিযান চালিয়ে চোরাই ব্যাটারি সহ তাদের ৩ জনকে আটক করে। তারা পাখিভ্যানের ব্যাটারি চুরি কথা স্বীকার করে। এসময় পুলিশ ১১টি পাখিভ্যানের ব্যাটারি জব্দ করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।