আলমডাঙ্গার হারদী ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র মরহুম শেখ রাসেল ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াস সদস্য জাহাঙ্গীর কবির নানকের পুত্র সায়েমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হারদী ইউনিয়নের লক্ষিপুর গ্রামে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হারদী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ্ফান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাবেক মেম্বার মুনতাজুর রহমান, জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ড সভাপতি কাদের আলী, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তুফান আলী।
স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন, আব্দুস সাত্তার, শরিফ মন্ডল, আশু, মন্টু বিশ্বাস, রেজাউল করীম, চয়েন আলী, আরজান, হবি, ডাবু, ছাত্রলীগ নেতা শিমুল, তরিকুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ফিরোজ আহমেদ।