আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার প্রথমে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটস, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক আশিকুজ্জামান ওল্টু, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, মকলেছুর রহমান শিলন, আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, উপজেলা কুষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আনোয়ারুজ্জামান, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, মৎস সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, উপসহকারী মেডিকেল অফিসার মুনজুরুল হক বেলু, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, ওজোপাডিকোর উপসহকারি প্রকৌশলী আবু তৈয়ব, পিও ইউডিসি হিরোজ কবীর প্রমুখ।