মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গায় ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গায় ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৮ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ১৬ আগস্ট রবিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানা করা হয়েছে শহরের ব্যবসায়ী গোবিন্দপুর গ্রামের শাহিন আলীকে ২হাহজার টাকা, আব্দুল বারেক আলীর ছেলে আব্দুস সামাদকে ২ হাজার টাকা, এরশাদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুস সালামকে ২ হাজার টাকা, আজিজুর রহমানের ছেলে আব্দুল মালেককে ৫শ টাকা,
আদন্দধামের পঞ্চানন্দ দাসের ছেলে করুনা দাসকে ৩শ টাকা, পারকুলা গ্রামের আলাউদ্দিনের ছেলে লাল মোহাম্মদকে ২ হাজার টাকা, বাবুপাড়ার আব্দুল মজিদের ছেলে মোশারেফ আলীকে ২ হাজার টাকা, কালিদাসপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সাখাওয়াত হোসেনকে ১ হাজার টাকা,
ষ্টেশন পাড়ার আব্দুল বারীর ছেলে সাইদুজ্জামানকে ৫ হাজার টাকা, বন্ডবিল গ্রামের চাদ আলীর ছেলে মিনারুল ইসলামকে ১ হাজার টাকা, মাস্কবিহীন রাস্তায় বের হওয়ায় মোহাম্মদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে লিটন আলীর ২শ টাকা, মোতলেব আলীর ছেলে গোলাম রেজাকে ৩শ টাকা,
গোবিন্দপুর গ্রামের নঈমদ্দিনের ছেলে সুরুজ আলীকে ৫শ টাকা, নওদা বন্ডবিল গ্রামের রর্ফিক উদ্দিনের ছেলে ইকরামুলকে ২শ টাকা, মুন্সিগঞ্জের আজিজুল হকের ছেলে মানিক আলীকে ৩শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সিদ্দার্থ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।