আলমডাঙ্গায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ক সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা(জিআরএস) বিষয়ক সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রæয়ারি সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক সুরক্ষা কর্মসুচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদেও দাবি উত্থাপন প্রকল্পে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় ওয়েভ ফাউন্ডেশন আয়োজন করেন। সভায় টেইনার হিসেবে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নির্মল দাস ও সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
সভায় উপজেলা লোকমর্চার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান আইয়ুব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও উপজেলা নির্বাহী অফিসার(অ:দ:) রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, সমবায় কর্মকর্তা মমতা বানু, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা লোকমর্চার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।
ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মহিদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সামান, আলমগীর হোসেন, লিমন হোসেন, কামরুল ইসলাম, আনিসুর রহমান, হেলালুজ্জামান, জাহাঙ্গীর আলম, তোফাজ্জেল হোসেন, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রোকনুজ্জামান, উপজেলা লোকমর্চার সহ-সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, যুগ্ম সম্পাদক শ্রী দেবেন্দ্রনাথ বাবু লাল দোবে, সাংগঠনিক সম্পাদক সাহিদা ইসলাম, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম রোকন, আব্দুর রাজ্জাক, আশাদুল হক, সিরাজুল ইসলাম, নিপা সাহা, মাহমুদা আক্তার পপি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা(জিআরএস) বিষয়ক আলোচনা করা হয়। দেখানো হয় কিভাবে অনলাইনে জিআরএস ওয়েভ সাইডে প্রবেশ করে প্রতিকার পাওয়ার জন্য অভিযোগ করতে হয়।