আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টা বিদ্যালয়ে চত্তরে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ের নতুনদের বরণ ও এসএসসি এবং এসএসসি ভোক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। এসময় প্রধান অতিথি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে।
সেই সাথে বিদ্যালয়কে পরিস্কার পরিছন্ন রাখতে হবে । তিনি শিক্ষার মান উন্নয়নের জন্যও নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। ক্রিড়া শিক্ষক মহাম্মদ আলী সিদ্দীকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।