আলমডাঙ্গা পারকুলার বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শেখ মিকার উদ্দ্যোগে ইউনিয়নের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস যথাযথ মর্যদায় পালন উপলক্ষে কালিদাসপুর ইউনিয়নের সকল মসজিদে মসজিদে দোয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নির্দেশে আলমডাঙ্গা কালিদাসপুর পারকুলা গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ শেখ আশাদুল হক মিকার উদ্দ্যোগে ইউনিয়নের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকাল ৮টায় নিজ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে মাল্যদান ও বিকালে দোয়া মাহফিলের আয়োজন করেন। পারকুলা গ্রামে নিজ অফিসে দোয়া পরিচালনা করেন মাওলানা হারেজ ডালিম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোজাদ্দেল হোসেন, সহসভাপতি আব্দুল হান্নান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক, সম্পাদক লিংকন জোয়ার্দ্দার, ফিরোজ মেম্বার, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাসুদ আলী খান, মোল্লা বাবুল, মজনু, সবুজ, আসলাম, চাদ মিয়া, নিলয়, রশিদুল, জন, মুসা, রুবেল প্রমুখ।