৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন আওয়ামীলীগ উদ্দ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৫, ২০২০
122
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামীলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন। পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী, মইনুদ্দিন, আনারুল ইসলাম সহ মতিন মেম্বার, বিপ্লব, মোস্তফা, বাবু, মিনাজ, আবু তাহের, ইসলাম, আনিসুল হক, সুমন মেম্বার, রবিউল, আবুল কালাম, হাশেম মাহমুদ, পয়সা, সিরাজুল, গোলাম রসুল, হুমায়ুন কবীর, আলম, তরিকুল শুভ, মিলটন, রতন, রনি। সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।

এছাড়া জেহালা ইউনিয়ন যুবলীগের মর্যাদায় দিবসটি পালন করেছে। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান শিলনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মহাসিন রেজা, সৈকত, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হারুন-অর-রশিদ বকুল, আনারুল ইসলাম, হাসিবুল ইসলাম, জনি মেম্বার, আব্দুল মজিদ মেম্বার, আলমগীর, রশিদ, সাদ্দাম প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দোয়া মাহফিল সংক্ষিপ্ত আলোচনা ও মাক্স বিতরণ করা হয়। অপরদিকে, মমিনপুর পেশাজীবী পরিষদের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খালিদ হাসান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সবেক সভাপতি আখতারুজ্জামান গাবু। বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান, হেলাল উদ্দিন, নিলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মুন্নাফ, মিরাজুল ইসলাম মাস্টার। উপস্থিত ছিলেন জাসদ, হিটু, লিপ উজ্জামান ছোট, ঠান্ডু, বৈদ্য মালিথা, মুক্তার, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন খাদিমপুর ইউনিয়ন পরিষদের সচিব আবু মুছাব।

এছাড়া মোমিনপুর ইউনিয়ন যুবলীগ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে। দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সহ মাক্স বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মাফলুকাতুর রহমান সাজু সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতি ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক রানা আহমেদ। উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা চান্দু, আকাশ, রুবেল, এরশাদ, পলাশ, সাগর, নেকবার, রিপন, মুক্তার, মোমিনুর, শান্তি প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram