২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুঃ আলমডাঙ্গা কলেজপাড়ায় শোকের ছায়া

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৪, ২০২০
135
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


সহমরণ না হলেও মাত্র ২০ ঘন্টার ব্যবধানে আলমডাঙ্গা কলেজপাড়ায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় শোকবিহ্বল এলাকাবাসি। গত ১৩ আগস্ট বিকেল ৪টায় আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার আলহাজ্ব মসলেম উদ্দীন মাস্টার আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বসয় হয়েছিল ৭৫ বছর। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অবসরের পর নিজ বাড়িতেই অবস্থান করতেন। মৃত্যুর পর রাতেই আলমডাঙ্গা দারুস সালাম গোরস্থানে লাশ দাফন করা হয়।


অন্যদিকে, মসলেম উদ্দীন মাস্টারের মৃত্যর মাত্র ২০ ঘন্টার ব্যবধানে গতকাল ১৪ আগস্ট দুপুর ১২টায় মরহুমের স্ত্রী হাজী জরিনা বেগম (৬৫)আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৪ আগস্ট বাদ আছর জানাযা শেষে স্বামীর সন্নিকটে মরহুমার লাশ দাফন করা হয়েছে।


প্রায় একই সঙ্গে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুর সীমাহীন শোক আপনজনদের আপ্লুত করেছে। শোকের পর শোক তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাবা-মায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় আমেরিকা প্রবাসি ছেলে কামাল হোসেন শোকস্তব্ধ হয়ে গেছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram