কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের হানায় বাল্য বিয়ে বন্ধ, কনের মা’কে ৩০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১২, ২০২০
151
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের বড়ডাউটি গ্রামে আবদুল কাদের বিশ্বাসের নাবালিকা মেয়ে ইতু খাতুনের (১৬) বিবাহের আয়োজন করে।
সংবাদ পেয়ে স্থানীয় কোলাবাজর ফাড়ি পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত মেয়ের মা পারুল বেগমকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে।
এ সময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার সেজন্য মুচলেকা নেওয়া হয়। এছাড়া একই এলাকায় আরও দুটি বাল্যবিয়ের পস্তুতি চলছিল তাদের বাড়িতে গিয়ে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করা হয়।