আলমডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যুঃ ছেলে আইসোলেশনে
আলমডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফারজানা তসলিমা নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছে করোনা পজিটিভ একমাত্র সন্তান। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়।
জানা যায়, আলমডাঙ্গা শহরের থানাপাড়ার আব্দুল গনি মাস্টারের স্ত্রী ফারজানা তসলিমা (৪২) দীর্ঘদিন ধরে জটিল কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি ক্ক্রা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, ফারজানা তসলিমা করোনা পরীক্ষার জন্য ৮ আগস্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেন। এ সময় তার স্বামী ও একমাত্র সন্তান রায়হান আহমেদ রাজনও (১৬) নমুনা প্রদান করে।
পরের দিন ফারজানা তসলিমা ও তার ছেলে রাজনের রিপোর্ট আসে করোনা পজিটিভ। ১০ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন তাদেরকে ভর্তি কিরে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে ফারজানা তসলিমা মারা যান।
তবে ছেলে রায়হান আহমেদ রাজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছে।