ওসি প্রদীপ, এসআই লিয়াকত আলীসহ ৭ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৭ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চার জন পুলিশ সদস্যসহ রিমান্ডে নেওয়া সাত আসামি হলেন উপপরিদর্শক (এসআই) লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।
আজ ১২ আগস্ট বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব। আদালত আজ রিমান্ড শুনানির দিন রাখেন।
পুলিশের করা মামলার তিন সাক্ষীকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল সকালেই গ্রেফতার করে তাদের কক্সবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে র্যাব।