২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১১, ২০২০
90
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে ইরফান রাজা (রুকু) নামে এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন রহমানিয়া সুপার মার্কেটের সামনে। রুকু শহরের মধুগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে রুকুর ভগ্নিপতি আব্দুর রহিমকে খয়েরতলা গ্রামের রুবেলের ছোট ভাই এমরান কিলঘুষি মারে। এরপর প্রতিবাদ হিসেবে দুপুরে রুকুর লোকজন রুবেলের দোকানের সামনে মহড়া দিতে যায়। এ সময় খবর পেয়ে রুবেল ৭/৮ টি মটর সাইকেলে লোকজন নিয়ে এসে রহমানিয়া সুপার মার্কেটের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে রুকুকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, রুকু নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। আমি নিজেও হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনও কেউ অভিযোগ দিতে থানায় আসেননি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram