মেহেরপুর কুতুপুরে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
মেহেরপুর প্রতিনিধি ।। মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট বিকালে কুতুবপুর ৫ নং ওয়ার্ড চাদপুরে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও থানা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, উপদেষ্টা প্রফেসর হাসানুজ্জামান মালিক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার প্রমূখ।
এসময় আওয়ামীলীগের নেতাকর্মী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।