আলমডাঙ্গার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ খেজুরতলার শের আলী আটক
আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে খেজুরতলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী শের আলীকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। ১৮ ফেব্রæয়ারী রাতে খেজুরতলা বাজারে মাদক দ্রব্য গাঁজা বিক্রয়কালে তাকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে শের আলী (৫০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাঁজা ব্যবসা করে আসছে। শের আলী বিভিন্ন জায়গা থেকে গাঁজা ক্রয় করে নিয়ে এসে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে। শুক্রবার রাতে খেজুরতলা বাজারে গাঁজা বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে ঘোলদাড়ি ক্যাম্পে এস আই সিদ্ধার্থ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের পর তার নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।