আলমডাঙ্গায় গাঁজাসহ জগন্নাথপুরের গাঁজা ব্যবসায়ী জহুরুল আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১০, ২০২০
114
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ জগন্নাথপুরের গাঁজা ব্যবসায়ী জহুরুলকে আটক করেছে। ১০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জহুরুলকে তার নিজ গ্রাম থেকে গাঁজা বিক্রয় কালে আটক করে।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাসের ফয়জদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩৬) দীর্ঘদিনধরে গাঁজা ব্যবসা করে আসছিল।
জহুরুল পুলিশের চোখে ধুলা দিয়ে বাইরে থেকে গাঁজা কিনে নিয়ে এলাকায় বিক্রয় করতো। ১০ আগস্ট পাইকপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের পর তার নিকট ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় জহুরুলের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।