বঙ্গমাতার জন্মবার্ষিকী মেহেরপুরে সেলাই মেশিন বিতরন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১০, ২০২০
113
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মেহেরপুর প্রতিনিধি ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোজনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতা’র ৯০তম জন্মবার্ষিকী শেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনএমপি। জুম কনফারেন্স এর মাধ্যমে সরাসরি এই বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।