গাংনীতে শেখ ফজিলাতুন্নেছা’র ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে- আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট শনিবার সকাল সাড়ে দশটার সময় উপজেলার সম্মেলন কক্ষে দশজন উপকারভোগী দরিদ্র অসহায় পরিবারের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,সাংবাদিক ফারুক আহমেদ,এমএ পাভেল, রাব্বি আহমেদ,মিনারুল ইসলামমাসুদ রানা, মেহের আলী বাচ্চু, রাকিবুল ইসলাম কবি, ইজাজ উদ্দিন ছোটন,তোফায়েল আহমেদ, জাতীয় পার্টি জেপির নেতা আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা রকিবসহ আরো অনেক নেতৃবৃন্দ।