পরাগ বিশ্বাসের কন্ঠে ভিডিও গান শুন্য বুকে প্রকাশ
বিনোদন রিপোর্ট : এই প্রজন্মের তরুন সঙ্গীত পরিচালক পরাগ বিশ্বাসের কন্ঠে প্রকাশিত হলো "শুন্য বুকে" শিরোনামে গানের ভিডিও। বিডি টুয়েন্টি নাইন মাল্টিমিডিয়া’র ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন জসিম উদ্দিন আকাশ।সুর করেছেন এসকে সানু। এটির সংগীত আয়োজনও করেছেন পরাগ বিশ্বাস।
বিডি২৯ টিম’ পরিচালিত ভিডিওতে মডেলিং করেছেন পরাগ বিশ্বাস এবং পুতুল। শুন্য বুকে” গানটি গত (৬ নভেম্বর) বিডি২৯ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।এই প্রসঙ্গে পরাগ বিশ্বাস বলেন, কাতার প্রবাসী ও বিডি টুয়েন্টি নাইন মাল্টিমিডিয়া কর্ণধার জসীম উদ্দিন আকাশ ভাইয়া যখন গানটি লিখে প্রথম চার লাইন আমাকে শোনায় গানের কথা গুলো আমার খুবই ভালো লাগে আমি ভাইয়ার কাছে অবদার করি ভাইয়া গানটি আমি করবো, ভাইয়া গানটি গাওয়ার সুযোগ করে দেয়।
ওই দিনই চ্যানেল আই সেরা কন্ঠ থেকে আসা সঙ্গীত শিল্পী ও সুরকার এসকে শানু ভাই গানটির সুর করে পাঠায়, আমি সঙ্গীত আয়োজন শুরু করি এর ভিতর সিনেমার কাজের ব্যস্ততায় পড়ি, ওই ব্যস্ত সময়ে যার কথা না বললেই নয়! আমার খুব কাছের ছোট ভাই অর্নব। সে গানের প্রোগ্রামিং এর সাহায্য করে শুটিং থেকে ফিরে গানটির কাজ শেষ করি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয় সিলেটের সুনামগঞ্জ ও কক্সবাজার লোকেশনে গানটি এডিট করেছে ‘পি টিউন স্টুডিও’ কালার করেছেন আল ইমরান প্রিন্স।