আলমডাঙ্গায় স্কুলের গেট ও পিলার চাপা পড়ে শিশুকন্যার মৃত্যু
আলমডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলের গেট ও পিলার চাপা পড়ে ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্য়ায় আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহত সিনথিয়া(৫) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সুমন মিয়ার শিশু কন্যা।
জানা যায়, কয়েক দিন আগে সিনথিয়া মায়ের সাথে আলমডাঙ্গা ভোগাইল বাগাদি গ্রামে নানী বাড়িতে বেড়াতে যায়। ৭ আগস্ট বিকালে সে অন্য শিশুদের সাথে ভোগাইল বগাদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের গেটের নিচে খেলা করছিল। এ সময় স্কুলের গেটে ভেঙে পড়ে এবং গেটের পিলার তার শরীরের উপর। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।