৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৭, ২০২০
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বর ও বদরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলীর ২৩তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে জীবনা গ্রামে কবর জিয়ারত ও ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় দোয়ার মাহফিলের আয়োজন করে।

এরশাদ আলী মেম্বর জীবনা গ্রামের মৃত. আজিবর বিশ্বাসের সেজো ছেলে এবং ৩ নং কুতুবপুর ইউনিয়নের তিন তিনবার নিবার্চিত ইউপি সদস্য ছিলেন (৬টি গ্রামের)। এরশাদ আলী মেম্বরের জীবদ্দশায় তিনি এলাকার মানুষের জন্য সর্বচ্চ দ্বায়ীত্ব পালন করে আপামর মানুষের হৃদয়ে চির-স্বরণীয় হয়ে আছেন। সে সময় অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারনে তাঁকে ৩নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করেন তৎকালীন ৩ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহসিন।

চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করার কিছু দিন পরেই তিনি ১৯৯৬ সালের ৬ই আগষ্ট (২২শে শ্রাবণ) চরমপন্থি দলগুলোর স্বার্থ সিদ্ধি ও রাজনীতির বলি হন এলাকাজুড়ে জনপ্রিয়তার র্শ্বীর্ষে থাকা সেই এরশাদ আলী মেম্বর। ২৩ বছর আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির একাংশ নিজেদের ফায়দা লুটার তাগিদে জীবনা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রামের ঈদগাহ ময়দানে রাত ৯টার দিকে এরশাদ আলী মেম্বরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সে সময় তার পরিবারে ও এলাকাজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া।

এলাকার শত শত নারী পুরুষ শেষ বারের মতো জনপ্রিয় এরশাদ আলী মেম্বরের মুখ খানি শেষবারের মত দেখতে ছুটে আসেন জীবনা গ্রামে তার বাড়িতে। মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান তারিক দৈনিক বীরদর্পণ, দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক মাটির ডাক ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করছেন। সাংবাদিক জাহিদুর রহমান তারিক তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এরশাদ আলী মেম্বর বদরগঞ্জ বাজারের আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ মহাবিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram