আলমডাঙ্গায় মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও একজনকে জরিমানা
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমান আদালতে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও একজনকে জরিমানা করেছে। ৫ ও ৬ আগস্ট আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের শুকুর আলীর ছেলে সুজন আলী(২৮), আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে শরীফ হোসেন(৪৫), উপজেলার তিওরবিলা গ্রামের নির্মম কুমার দাসের ছেলে রমেশ কুমার দাস(২৫) , অনিল কুমার দাসের ছেলে বিপুল কুমার দাস(৩০) একই এলাকার বিশ^াসের ছেলে হোসেনকে আলমডাঙ্গা থানা পুলিশ, তিওরবিলা ক্যাম্প পুলিশ ও মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ তাদের আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর নিকট সংবাদ দিলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সুজনকে ৬মাস, শরীফকে ১০ দিন, রমেশকে ৪ মাস ও বিপুলকে ৪ মাস বিনাশ্রম কারাদন্ড এবং হোসেনকে ৫হাজার টাকা জরিমানা করেন।