আলমডাঙ্গায় ৪ জনসহ জেলায় নতুন করে ৩০ জন করোনায় আক্রান্ত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৬, ২০২০
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ৪ জনসহ জেলায় নতুন করে মোট ৩০জন করোনায় আক্রান্ত হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার
কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। নতুন করে সনাক্ত হয়েছে ৩০জন। আলমডাঙ্গা উপজেলায় ৪ জন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২০জন, দামুড়হুদা উপজেলায় ৩ জন ও জীবননগর উপজেলায় ৩ জন।
আলমডাঙ্গায় ৪জনসহ চুয়াডাঙ্গায় নতুন ৩০ জন করোনা রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭শ ৫৯ জন। ৬ আগস্ট বৃহস্পতিবার ১২জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছে ৩শ ৮৫জন।
আলমডাঙ্গা উপজেলায় ৪ জনের মধ্যে পুরাতন পাঁচলিয়ায় ১ জন, ছত্রপাড়ায় ১ জন, হাটবোয়ালিয়ায় ১ জন, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১ জন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ২0 জনের মধ্যে সরোজগঞ্জ ১ জন, সাদেক আলী মল্লিকপাড়ায় ২জন, ষ্টেশনপাড়ায় ১ জন, সর্দ্দারপাড়ায় ১ জন, কঙ্করচন্দ্রায় ১ জন, ঝিনাইদাহ বাস স্টান্ডপাড়ায় ১ জন, দৌলতদিয়ার ১ জন, ফার্মপাড়ায় ১ জন, বড়বাজারপাড়ার ২ জন, দৌলতদিয়া মাঝেরপাড়ায় ১ জন, আরামপাড়ায় ২ জন, সাতগাড়ি ৩ জন, গাইদগাটে ৩ জন, মহিলা কলেজ ১ জন, রাজাপুর ১ জন, কৃষ্ণপুর বোয়ালমারি ১ জন, বিআরটিএ অফিস ১,।
দামুড়হুদা উপজেলায় ৩ জনের মধ্যে কানাইডাঙ্গায় ২ জন, ইউএইচসি ১ জন।
জীবননগর উপজেলার ৩জনের মধ্যে ইউএইচসি ১ জন, আসতলাপাড়ায় ১জন, গোকুল নগর ১ জন।
জেলায় আক্রান্ত ৭শ ৫৯ জনের মধ্যে সুস্থ হয়েছে ৩শ ৮৫ জন।