৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৪ জনসহ জেলায় নতুন করে ৩০ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৬, ২০২০
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
আলমডাঙ্গায় ৪ জনসহ জেলায় নতুন করে মোট ৩০জন করোনায় আক্রান্ত হয়েছে। আগস্ট বৃহস্পতিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। নতুন করে সনাক্ত হয়েছে ৩০জন। আলমডাঙ্গা উপজেলায় জন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২০জন, দামুড়হুদা উপজেলায় জন জীবননগর উপজেলায় জন। আলমডাঙ্গায় ৪জনসহ চুয়াডাঙ্গায় নতুন ৩০ জন করোনা রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭শ ৫৯ জন। আগস্ট বৃহস্পতিবার ১২জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছে ৩শ ৮৫জন। আলমডাঙ্গা উপজেলায় জনের মধ্যে  পুরাতন পাঁচলিয়ায় ১ জন, ছত্রপাড়ায় জনহাটবোয়ালিয়ায় জন, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ২0 জনের মধ্যে   সরোজগঞ্জ ১ জন,  সাদেক আলী মল্লিকপাড়ায় ২জন, ষ্টেশনপাড়ায় জন, সর্দ্দারপাড়ায় জন, কঙ্করচন্দ্রায় জন, ঝিনাইদাহ বাস স্টান্ডপাড়ায় জন, দৌলতদিয়ার জন, ফার্মপাড়ায় জন, বড়বাজারপাড়ার জন, দৌলতদিয়া মাঝেরপাড়ায় ১ জন, আরামপাড়ায় জন, সাতগাড়ি জন, গাইদগাটে ৩ জন,  মহিলা কলেজ ১ জন, রাজাপুর ১ জন, কৃষ্ণপুর বোয়ালমারি ১ জন, বিআরটিএ অফিস ১,। দামুড়হুদা উপজেলায় ৩ জনের মধ্যে কানাইডাঙ্গায় ২ জন, ইউএইচসি ১ জন। জীবননগর উপজেলার ৩জনের মধ্যে  ইউএইচসি ১ জন, আসতলাপাড়ায় ১জন, গোকুল নগর ১ জন। জেলায় আক্রান্ত ৭শ ৫৯ জনের মধ্যে সুস্থ হয়েছে ৩শ ৮৫ জন।
সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram