মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আলমডাঙ্গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ট্রেনিং ফর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Cross Platform) প্রশিক্ষণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বেলা ২টার সময় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
২০০ ঘন্টা ব্যাপী এই সম্পূর্ণ ফ্রী কোর্সে Cross Platform Mobile Application Development(Flutter) শেখানো হবে। উক্ত কোর্সে ১৬০ জন প্রশিক্ষণার্থী রেজিষ্ট্রেশন করেন। আগামী সোমবার থেকে ২০০ ঘন্টা ব্যাপী এই ফ্রী কোর্স করানো হবে।
ওরিয়েন্টেশন ক্লাস কোর্সের কো-অর্ডিনেটর সুজন প্রসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন। ওরিয়েন্টেশন ক্লাস করান প্রশিক্ষণটির চুয়াডাঙ্গার প্রশিক্ষক মাহফুজুর রহমান। ওরিয়েন্টেশন ক্লাসে প্রায় ১৫৫ জন প্রশিক্ষাণার্থী অংশ গ্রহণ করেন।