৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৬, ২০২০
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

“মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জীবন নগর পৌর সভাসহ উপজেলা প্রতিটি বিট পুলিশিং কার্যালয় থাকবে।

বৃহস্পতিবার ৬ আগষ্ট বেলা সাড়ে ১১ টায় জীবননগর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জীবন নগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল।

উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, পুলিশের একা সব অপরাধ দমন করতে পারবে না। সেজন্য দরকার জনগনের আন্তরিকতা ও সহযোগিতা। যে কোন অপরাধের তথ্য নির্ভয়ে পুলিশকে জানান। আপনাদের জন্য সকল থানার ফোন দিন রাত খোলা থাকে।

     অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জীবননগর থানার কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram