ছেলেকে জেল থেকে পালানোর সহযোগীতা করতে ৩৫ ফুটের সুড়ঙ্গ খুঁড়লেন মা!
৫১ বছরের মা তার এক মাত্র ছেলেকে নিয়েই বেঁচে ছিলেন। কিন্তু খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার ছেলের। সাজাপ্রাপ্ত ছেলেকে জেল থেকে পালাতে সহযোগীতা করতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন সেই মা।
১০ ফুট চওড়া ও ৩৫ ফুট লম্বা একটি সুড়ঙ্গ খুঁড়ে ফেললেন মা। ছেলের জেল হওয়ার পরপরই জেলখানার নিকটে একটি বাড়ি ভাড়া নেন ওই মা। সারাদিন তিনি ঘরের মধ্যেই থাকতেন। যাতে আশপাশের কোন লোক নতুন প্রতিবেশীর সঙ্গে আলাপ পরিচয় না করতে আসে।
আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখন সাইলেন্সর লাগানো ইলেকট্রিক স্কুটার দিয়ে মাটি খোঁড়ার কাজ করতেন। রাতেই সেই মাটি সরিয়ে ফেলতেন। কারো যাতে সন্দেহ না হয়, তাই রাতে সুড়ঙ্গ খুঁড়তেন তিনি।
জেলের মাঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার সুড়ঙ্গ। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের কাছে ধরা পড়ে যান ইউক্রেনের এই নারী। তাকেও গ্রেফতার করেছে ইউক্রেন পুলিশ। তবে ছেলের জন্য মায়ের এই কাজ দেখে অবাক সকলে।
সূত্র : নিউজ ১৮।