আলমডাঙ্গায় আস সুন্নাহ ফাউন্ডেশনের কুরবানির গোশত বিতরণ
আস সুন্নাহ ফাউন্ডেশন ৩ আগস্ট সোমবার কুরবানির তৃতীয় দিনে আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে কুরবানির গোশত বিতরণ করেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি গরু কুরবানি হিসাবে জবাই করা হয় এবং গোশত প্যাকিং করে শতাধিক গরীব দুঃস্থ পরিবারের নিকট পৌঁছে দেওয়া হয়।
ফজর পর নওলামারী গ্রামের কবিরতলায় গরুটি জবাই করেন মাওলানা আব্দুর রব। ১২টা নাগাদ গোশত বিতরণের সকল কার্যক্রম শেষ হয়।
এ গোশত বিতরণ কাজে শরিক ও উপস্থিত ছিলেন শ্রীনগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, নওলামারী আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, আলমডাঙ্গা আনন্দধাম বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমদাদুল হক, নওলামারী মাদরাসা-মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্বাস উদ্দীন, মাওলানা জুলফিকার আলী, মাওলানা মখলেসুর রহমান, সাবেক ইউপি সদস্য জনাব মানোয়ার হোসেন, আবুল কাসেম ও আশরাফুল হোসেন বাবু প্রমুখ।