শ্রীরামপুরে মসজিদে ৮টি এসি স্থাপন কাজ উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
আলমডাঙ্গার শ্রীরামপুর পুরাতন জামে মসজিদে ৮টি নতুন এসি স্থাপন কাজের শুভ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সামসুল আবেদীন খোকন। বিশিষ্ট সমাজসেবক সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ৫ আগস্ট জেলা পরিষদের চেয়ারম্যান ওই মসজিদে এসি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আলমডাঙ্গার প্রত্যন্ত গ্রামের মানুষ আগে জেলা পরিষদের নামই জানতেন না। কিন্তু বর্তমানে প্রতিটি গ্রামে জেলা পরিষদের উন্নয়নের ছোয়া রয়েছে। তিনি বলেন, এই বৈশ্বিক করোনা মহামারির ভেতরও দেশের উন্নয়ন থেমে নেই। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রার্থি আব্দুল্লাহ আল হোসাইন দীপক মিয়া, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মজিদ, মুরাদ হোসেন, মুন্সি বাহার উদ্দীন, তোফাজ্জেল হোসেন মন্ডল, আব্দুল হান্নান মন্ডল, আব্দুল হান্নান বিশ্বাস প্রমুখ।