জীবননগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ৪, ২০২০
170
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সফুরা খাতুন উথলী গ্রামের মাঝের পাড়ার ইদ্রিস আলীর স্ত্রী।ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে সফুরা খাতুন নিজের পোষা ভেড়া চরানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছিলেন। ভেড়াগুলো উথলী ঘোড়ামারা গেট পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেন সফুরা খাতুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।