পাটিকাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ঝরে পড়ল একটি তরতাজা প্রাণ

ইজাবুল হক: কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কের হালসা ওয়াবদা ও নওদাপাড়া সীমানার মাঝামাঝি সড়কের তীর্যক বাকে সজল (৩০) নামের এক মোটরসাইকেল অারহী সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারান।
মোটরসাইকেল অারহী হলেন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস। জানা যায়, সজল দুপুরের দিকে হালসা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন।
এমন সময় সজল কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কের হালসা ওয়াবদা ও নওদাপাড়া সীমানার মাঝামাঝি সড়কের তীর্যক বাকে এসে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ীর ধাঁক্কায় সড়কের উপরে পড়ে গেলে গাড়ীটি তাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
পরে স্থানীরা তাকে মৃতু অবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন। সজলের এমন অকালে নির্মম সড়ক দূর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছাঁয়া নেবে এসেছে। সজলের ঘরে অাছেন অন্তঃসত্ত্বা স্ত্রী।