১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি যুবককে পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করলো বিএসএফ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৩, ২০২০
142
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকালে নাগর নদী থেকে মামুন (২২) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত মামুন উপজেলার হরিণমারী-খটপাড়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে এবং পেশায় গরু একজন ব্যবসায়ী।

আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু জানান, শনিবার মামুনসহ ৭-৮ ব্যবসায়ী সীমান্তের ওপারে ভারতে গরু আনতে যান। রাতে তারা রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে মামুনকে ধরে ফেলে। এরপর পিটিয়ে ও পাথর ছুড়ে হত্যার পর মামুনের লাশ নাগর নদীতে ফেলে দেয় বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram