হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে ধর্ষণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকন্ডুতে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার ওই গ্রামের কাঙাল মন্ডলের ছেলে সদর উদ্দিনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির বাইরে বের হলে লম্পট সদর উদ্দিন তাকে পাশেই পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরী চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে ধর্ষক পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মন্টু, আলী ও রানা নামে তিনব্যক্তি জানান, ধর্ষক সদর উদ্দিন লম্পট প্রকৃতির মানুষ। ঘটনার সময় সে ওই প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরীর চিৎকারে আমরা এগিয়ে গেলে সে আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর ভাই বলেন, প্রায়ই ওই লম্পট সদর উদ্দিন আমার বোনকে বিরক্ত করত। তাকে বারবার নিষেধ করার পরও আমরা বাড়ির বাইরে গেলেই সে আমাদের বাড়িতে গিয়ে আমার বোনকে বিরক্ত করত।
শুক্রবার সকালে আমার বাবা-মা ও আমি বাড়ির বাইরে গেলে সে আমার প্রতিবন্ধী বোনকে জোরপূর্বক পানবরজে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে হরিণাকন্ডু থানার পরিদর্শক (ওসি) আব্দুর রহিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।