কুষ্টিয়া সরকারী কলেজের অনার্স ৯৯-২০০০ ব্যাচের ঈদ পূণর্মিলনী
নিজস্ব সংবাদঃ ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া সরকারী কলেজের অনার্স ৯৯-২০০০ ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ ঈদুল আজহার পরের দিন রবিবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে অনেক বছর পরে বন্ধু-বান্ধবীরা একত্রিত হয়ে এক আনন্দঘন আড্ডা ও মিলন মেলায় পরিনত হয় ৷
আড্ডা শেষে কুষ্টিয়া ফুড ভ্যালী হট কিচেন এ দুপুরের খাবার পর্ব শেষে ঈদ পূণর্মিলনী ও বন্ধুত্ব দিবস উপলক্ষে কেক কাটা হয় ৷ তবে যে সকল বন্ধু-বান্ধবীরা বিশেষ কারনে উপস্থিত হতে পারেনি তারা দুর থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ৷
বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন বেস্ট-উল সুয়েটার'স লিমিটেড এর জিএম (কমার্সিয়াল এন্ড লজিস্টিক) খালেদুর রহমান কনক, এ.জেড স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আহসান হায়দার জিয়া, কে.এস.এস টেলিকম এর পরিচালক শাকিল আহমেদ, বাংলা ক্যাট এর সহকারী ব্যবস্থাপক সালেক বিন ইউসুফ ইমন, আবেদা রাইস মিল এর ব্যবস্থাপক পরিচালক হাবিবুর রহমান হাবিব, বিটিভি'র কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, দৈনিক সময়ের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ সানি, দৌলতপুর সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী, মেহেরপুর সিংহাটি পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম হাসান, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সেলিনা আক্তার শেলী, ইমন'স ফ্যামেলির এমডি লায়লা আরজুমান, ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুজাউল হক সুজন ৷