ঈদের জামাতে মসজিদে মসজিদে করোনামুক্তির আকুতি
করোনা পরিস্থিতির মধ্যে আজ শনিবার সারাদেশে পবিত্র ইদ-উল আযহা পালিত হচ্ছে। অন্যান্য বছর ইদের জামায়েত ইদগাহ ময়দানে হলেও গত ইদুল ফিতর ও এবারের ইদের নামাজ মসজিদে নামাজের আয়োজন করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতে সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি এবং হাত মেলাতে নিষেধ করা হয়েছে। নামাজ শেষে করোনা থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করা হয়েছে বাংলাদেশের প্রতিটি মসজিদে মসজিদে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বাংলাদেশের প্রতিটি মসজিদে মসজিদে অনুষ্ঠিত ইদের জামায়েত শেষে করোনা পরিস্থিতি থেকে মুক্তির জন্য বিশেষভাবে মোতাজাত করা হয়েছে। যাতে দ্রুত করোনা পরিস্থিতি সাভাবিক হয়ে যায়।
করোনাভাইরাসের সংক্রামণ রোধে জাতীয় মসজিদসহ সারা বাংলাদেশে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানায় ইসলামিক ফাউন্ডেশন। নামাজের আগে মাইকে জানিয়ে দেওয়া হয়, কোনো মুসল্লি যেন মাস্ক ছাড়া মসজিদে না যান।