কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
জুলাই ৩১, ২০২০
165
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জানান, স্থানীয়রা গ্রামের রাস্তার শেষ প্রান্তে ওই যুবকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কেউ লাশটি দেখে পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।