যশোরে নতুন করে ৫২ করোনা রোগী শনাক্ত
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
জুলাই ৩১, ২০২০
186
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
যশোরে আরও ৫২ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৩০২ নমুনা পরীক্ষা করে নতুন এই রোগী শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন শনাক্ত রোগীর মধ্যে সদর উপজেলার আছে ১৭টি, এছাড়া ঝিকরগাছা উপজেলার তিনটি, কেশবপুরের দুটি, শার্শার ছয়টি এবং চৌগাছা উপজেলার একজন রয়েছে।
সিভিল সার্জন ডা. আবু শাহীন বলেন, গত ২৪ ঘন্টায় ৩০২টি রিপোর্ট এসেছে তার ভিতর ৫২টি রিপোর্ট পজেটিভ শনাক্ত হয়েছে৷ এপর্যন্ত মোট এক হাজার ৭শত ৮৫ জন পজেটিভ শনাক্ত৷ মারা গেছে ২৪ জন৷
ড. শিরিন নিগার জানিয়েছেন, শুক্রবার থেকে তিনদিন তাদের ল্যাব বন্ধ থাকবে। ৩ আগস্ট তারা কাজ শুরু করবেন এবং ৪ আগস্ট থেকে যথারীতি ফলাফল প্রকাশ করা হবে।