মেহেরপুর ইসলামনগরে ফুটবল টুর্নামেন্টে অতিথি আন্তর্জাতিক মডেল আসিফ আজিম
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৩০, ২০২০
300
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর যুব সমাজের উদ্যোগে ইসলামনগর মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ইসলামনগরের হিরোজ অব ৭১ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হিরোজ অব ৭১ (৫-২) গোলে শেখ রাসেল যুব স্পোর্টিং কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে শেখ রাসেল মাহির দেওয়া গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-৫ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়।
খেলায় বিজয়ী দলের পক্ষে সাব্বির দুটি, শাকিল ও নাজমুল একটি করে গোল করে অপরটি আত্মঘাতী মাধ্যমে গোল হয়। খেলা শেষে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু ও আন্তর্জাতিক মডেল আসিফ আজিম অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মডেল আসিফ আজিম ফাইনালের দুটি দল সহ মোট ১২টি ফুটবল দেওয়ার ঘোষণা দেন।