মেহেরপুরে দুটি শিশু পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৯, ২০২০
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে মুজিবনগর শিশু পরিবার ও মেহেরপুর সরকারি শিশু পরিবারের নিবাসীদের মধ্যে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, ক্রীড়া সামগ্রী ও মাস্ক সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার ও মুজিবনগর বালিকা শিশু পরিবারে এ সকল সামগ্রী দেওয়া হয়।জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক সরফরাজ হোসেন মৃদুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা সহকারী পরিচালক ফজলে রাব্বি, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমূখ। এসময়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।