আলমডাঙ্গায় ৬সহ চুয়াডাঙ্গায় নতুন ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত
আলমডাঙ্গায় ৬সহ চুয়াডাঙ্গায় নতুন ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত
চুয়াডাঙ্গা সদর উপজেলা-১৭।
আলমডাঙ্গা উপজেলা-০৬।
দামুড়হুদা উপজেলা-০২।
২৯ জুলাই (বুধবার) কুষ্টিয়া মেডিকেল কলেজের P.C.R ল্যাবে চুয়াডাঙ্গা থেকে সংগ্রহীত ৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া ০৬ জনের ফলোআপ পজিটিভ রিপোর্ট আসছে। বাকি গুলোর ফলাফল নেগেটিভ।
উপজেলাভিত্তিক নতুন আক্রান্তের সংখ্যা : ২৫।
চুয়াডাঙ্গা সদর উপজেলা-১৭ (শেখপাড়া-০১, জিনতলাপাড়া-০১, পুরাতন বাসস্ট্যান্ড, ঝিনাইদহ-০১, ফেরী ঘাট রোড-০১, কোর্ট পাড়া-০৩, ঈদগাহ পাড়া-০১, বাগানপাড়া-০১, গোরস্তান পাড়া-০১, সাদেক আলী মল্লিক পাড়া-০২, নওদাবন্দ বিল-০১, দৌলতদিয়াড় আলোকদিয়া-০২, গোপালনগর-০১, সিভিল সার্জন অফিস-০১)
আলমডাঙ্গা উপজেলা-০৬ (কালিদাসপুর-০১, পাচিলা-০১, পুরাতন বাজার-০১, ভাঙ্গাবাড়িয়া-০১, বাবু পাড়া-০১, কলেজপাড়া-০১)
দামুড়হুদা উপজেলা-০২ (দর্শনা-০২)।
ফলোআপ পজিটিভ-০৬ (পুরাতন বাসস্ট্যান্ড, ঝিনাইদহ-০১, জিনতলা পাড়া-০১, কলেজপাড়া-০১, ফেরী ঘাট রোড-০১, হকপাড়া-০১, এতিমখানা পাড়া-০১)
চুয়াডাঙ্গা জেলায় মোট শনাক্ত-৫৮০ জন।