আলমডাঙ্গার নতীডাঙ্গায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু
বাড়াদী প্রতিনিধি : আলমডাঙ্গার নতীডাঙ্গায় পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে গতকাল বুধবার দুপুর ১ টার দিকে নতীডাঙ্গা মাঠপাড়ার মৃত্যু আব্দুল্লাহর ছেলে সাগর আলি(১৫) পাড়ার ছেলেদের সাথে মধুখালি মাঠে অবস্থিত মালেকের পুকুরে গোসল করতে যায়।
এ সময় সাগর পুকুর পাড়ে গোসল করতে করতে কখন পানিতে ডুবে যায় তা আর কেউ টের পায় না। গোসল শেষে বাড়ি ফেরার সময় সহপাঠিরা দেখে সাগর নেই।
অনেক খোজা খুজির পর পানিতে সাগরের মরদেহ খুজে পাওয়া যায়।
সাগরের মা রিজিয়া খাতুন জানায় আমার ছেলে পুকুরে গোসল করতে যাওয়ার পর থেকে আর বাড়িতে ফিরে আসে না। এ জন্য অনেক খোজার পর আমার ছেলের লাশ পায়।
স্থানীয়দের নিকট থেকে জানা যায় সাগরের দুই পা জন্মের পর থেকে অচল যার কারনে হাটতে পারতো না। এই কারনে হইতো পানিতে ডোবার পর আর উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনা জানার পর আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান ঘটনাস্থলে এসে ঘটনার সুরতহাল প্রতিবেদন করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় সাগরের চাচা গোলাপ রহমান বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করে।
আলমডাঙ্গার নতীডাঙ্গায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু।
দিন শেষে রাত ৮ টার দিকে গ্রাম্য কবর স্থানে লাশের দাফনকার্য সম্পন্ন হয় বলে জানা যায়।