আলমডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি ব্যবহার বিষয়ক আলোচনা সভা ও মাস্ক বিতরণ
আলমডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্য বিধি ব্যবহার বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সোমবার বেলা ১১ টার দিকে গাংবাড়ি কালিমন্দির চত্তরে জেলা লোকমর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্দ্যেগে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা লোকমর্চার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দুবৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, উপজেলা হিন্দুবৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিশ^জিৎ সাধু খাঁ, পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি লিপন কুমার বিশ^াস, পৌর হিন্দুবৌদ্ধ ঐক্য পরিষদের সম্পাদক পলাশ আর্চাজ্য। স্বাগত বক্তব্য রাখে জেলা লোকমর্চার সদস্য সচিব কানিজ সুলতানা। উপজেলা লোক মর্চার সম্পাদক শাহ আলম মন্টুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা লোকমর্চা সিনিয়র সহসভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সহসভাপতি শেখ শফিউজ্জামান খান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য রুনু খন্দকার, ইমদাদ হোসেন, বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে মাস্ক বিতারণ করা হয়।