৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম বারের মত এসেছি শেষ বারের মত বলে যাচ্ছি মাদক ছাড়ুন না হয় এলাকা ছাড়ুন

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জুলাই ২৮, ২০২০
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এ স্লোগানকে সামনে রেখে “ প্রথম বারের মত এসেছি/ শেষ বারের মত বলে যাচ্ছি” এমন শিরোনামে শ্লোগান দিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল আলমডাঙ্গা পৌর শহর, মুন্সিগঞ্জ, ডামোশ, ফরিদপুরসহ শহরের আশপাশের গ্রামগুলিতে মাদক ব্যবসায়িদের সাবধান করেন। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর হ্যান্ডমাইকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনি মাদক ছাড়ুন, অথবা এলাকা ছাড়ুন। এসময় তিনি আরও বলেন "মাদকের ধ্বংস ক্ষমতা পারমাণবিক বোমার চেয়ে ও ভয়াবহ সুদূরপ্রসারি"। আসুন সবাই "মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, দেশের যুব সমাজকে বাঁচায়, দেশকে বাঁচায়"। ""মাদকের অপব্যবহার সামাজিক প্রতিরোধ গড়ে তুলি"। "অবৈধ মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। এদেরকে ধরিয়ে দিন"। " নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা"।

মাদক বিরোধী র‌্যালিতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক অপারেশন স্বপন কুমার দাস, এসআই রফিকুল ইসলাম, এসআই সুব্রত, এসআই আতিকুর রহমান জুয়েল, এসআই সিদ্ধার্থ মন্ডল, এসআই আশরাফুল ইসলাম, এসআই নাঈম, এসআই হাসনাইন, এসআই আমিনুল ইসলাম, এএসআই গিয়াস, এসআই জামাল হোসেন, এসআই শফিকুল ইসলাম, এএসআই মহানন্দ, এএসআই কামরুল, এএসআই ইঊসুফ, এএসআই আব্দুল মালেক, এএসআই ইকলাচ, এএসআই নাজমুলসহ বিভিন্ন ক্যাম্পের এসআই ও এএসআইসহ সঙ্গীয় ফোর্স।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram