গাংনীতে মাদক সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে পুলিশ
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মাদক সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে পুলিশ।
শনিবার বিকালে গাংনী থানা পুলিশের উদ্যোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় মটরসাইকেল শোভাযাত্রা ও সচেতনতা মুল প্রচার প্রচারনা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমান জানান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্যারের নির্দেশে মাদক সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা ও করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিভিন্ন স্থানে সচেতনতা মুল প্রচার প্রচারনা করা হয়েছে। সন্তানদের মাদক থেকে দুরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমান বলেন,মাদক একটি পরিবার নয় গোটা দেশকে ধ্বংস করে দেয়। তাই মাদকের থাবা থেকে ভবিষ্যত প্রজন্মদের রক্ষা করতে অভিভাবকদের অগ্রনি ভুমিকা পালন করতে হবে। এছাড়া মাদক সেবী কিংবা ব্যবসায়ীদের অবস্থান যে কেউ জানতে পারলে গোপনে পুলিশকে সংবাদ দিতে অনুরোধ করেন তিনি।