প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
১৭ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত
৩ বার পঠিত
শৈলকুপায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে মাহিয়া (২) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগন গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুকন্যাটি ওই গ্রামের জালাল মন্ডলের মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই শিশুকন্যার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশু মাহিয়া বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে শিশুকন্যাকে ভাসতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।