প্রতিনিধি:
Shariful islam
আপডেট:
১১ জানুয়ারী, ২০২৬ | ০১:৫২ দুপুর
৫৪ বার পঠিত
সন্ধান চাই আলমডাঙ্গার হারদী বুদ্ধি প্রতিবন্ধী মিডুলকে ফিরে পেতে চাই তার পরিবার
আমার ছোট ভাই মোঃ মিডুল ইসলাম (৩২) বুদ্ধি প্রতিবন্ধী। গত ৭ জানুয়ারি সকালে বাড়ি থেকে আলমসাধূ গাড়ি করে মুন্সিগঞ্জ পান হাঠে গিয়ে আর ফিরে আসেনি।
মিডুলকে সকল আত্মীয় স্বজনের বাড়িতে ও আশপাশ গ্রামে খুঁজে পাওয়া যায়নি। মিডুলের গায়ের রং- শ্যামলা, চুল- কালো-ছোট/খাট, উচ্চতা- আনুমানিক ৫ ফিট ৪ ইঞ্চি।
বাড়ি থেকে যাওয়ার দিন গায়ে নীল রংয়ের সোয়েটার, পড়নে-লুঙ্গি, পায়ে- কালো স্যান্ডেল ছিল।
আলমডাঙ্গা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। কোন সদয় ব্যক্তি মিডুলের সন্ধান পেলে যে কোন থানা অথবা নিম্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বড়ভাই মো: আব্দুল ওয়াহেদ, হারদী, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। মোবা: ০১৭৪৯-০৬১৪৯৬।