প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
০৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত
৩ বার পঠিত
লকডাউনে প্রথম দিনে জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে সচেতনামূলক অভিযান শুরু
মেহেরপুর প্রতিনিধি। লকডাউন এর প্রথম দিনে মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে সচেতনামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এর অভিযান কার্যক্রম চলছে। এসময় অটোচালক, ভ্যানচালক সহ বিভিন্ন যানবাহনের চালকদেরকে সচেতন করা ও পথচারীদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতন মূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং সকলকে সতর্ক করা হচ্ছে এই সাতদিন নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য। মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড, হোটেল বাজার মোড়ে, বড় বাজার মোড়ে, হাসপাতাল সড়কের, কলেজ মোড়, কোর্ট এলাকায় সচেতন মূলক নির্দেশনা অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হাফিজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।