প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
০২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত
৩ বার পঠিত
মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রিপন আহমেদ, বিশেষ প্রতিনিধি। মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” শীর্ষক আলোচনা সভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর শিল্পনগরী বিসিকের উপ-ব্যবস্থাপক আশরাফুল ইসলাম,
জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ তালুকদার, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি (নাসিব) জেলা শাখার সভাপতি নাঈমুর রহমান, উদ্যোক্তা আজিজুল ইসলাম সুভিয়া সুলতানা প্রমূখ।